বিষ মেশানো খাবারে গুরুতর অসুস্থ আইএসপ্রধান!
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি বিষ মেশানো খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাঁর ঘনিষ্ঠ আরো তিন কমান্ডার অসুস্থ হয়েছেন। তবে তাঁদের নাম জানানো হয়নি।
আজ সোমবার ইরাকের সংবাদ সংস্থা ডব্লিউএএর বরাত দিয়ে ডেইলি মেইলের এক খবরে বলা হয়েছে, ইরাকের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিয়াজ জেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কঠোর নিরাপত্তা আর গোপনীয়তার মধ্যে আইএসপ্রধানকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার ঘোষণা দিয়েছে সিরিয়া ও ইরাকে আধিপত্য বিস্তারকারী এ জঙ্গি সংগঠনটি।
আবু বকর আল-বাগদাদি জঙ্গি সংগঠন আল-কায়েদা থেকে বেরিয়ে এসে আইএস গঠন করেন। সংগঠনটি ২০১৩ সালে সিরিয়া ও ইরাকে বিস্তার লাভ করে। এটিই এখন বিশ্বের অন্যতম শক্তিশালী ও সম্পদশালী সশস্ত্র জঙ্গি সংগঠন।
এর আগেও বিভিন্ন সময়ে আইএসপ্রধানের আহত হওয়ার খবর গণমাধ্যমে এসেছে।
এ বছরের গোড়ায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় বাগদাদির নিহতের খবর এলেও পরে তা ভুল প্রমাণিত হয়।
বাগদাদির আসল নাম ইব্রাহিম আওয়াত ইব্রাহিম। তাঁর জন্ম ইরাকের উত্তর বাগদাদের সামারায়।