পিয়ানো বাদক মুরগি!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/10/08/photo-1475904439.jpg)
ফরাসি পিয়ানোবাদক ইগোরের প্রিয় পোষা মুরগির নাম প্যাট্রিক। এটা কোনো বিশেষ খবর নয়, বিশেষ খবর হচ্ছে, মনিবের সাথে থাকতে থাকতে পিয়ানো বাজানো শিখে গেছে প্যাট্রিকও!
হাফিংটন পোস্টে প্রকাশিত খবর থেকে জানা যায়, ইগোর যখন পিয়ানো নিয়ে বসতেন, তাঁর কোলে থাকত প্যাট্রিক। এটা ছিলে ইগোর কাছে একটা খেলার মতো, তিনি দেখতে চেয়েছেন মুরগির প্রতিক্রিয়া।
কিছুদিন পর ইগোর আঁচ করতে পারেন যে পোষা মুরগি প্যাট্রিকও পিয়ানো বাজাতে চাইছে। এরপর থেকে ইগোর প্যাট্রিককে পিয়ানোর সামনে ছেড়ে দিতেন । প্যাট্রিকও মুখ দিয়ে পিয়ানোর বোতামগুলোতে ঠোকর দিয়ে বাজাতে শুরু করে দিত।
বিভিন্ন সময়ে প্যাট্রিকের বাজানো সুরের ওপর একটি মিউজিকও তৈরি করে ফেলেছেন ইগোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর পরই বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন তৈরি করেছে এটি। একটি মুরগির এমন নৈপুণ্যে বিস্মিত হয়েছে দর্শক-শ্রোতারাও। বলা যেতে পারে প্যাট্রিক এখন তারকা মুরগি! এবং সম্ভবত একমাত্র পিয়ানোবাদক মুরগি!