শিক্ষানীতি বাতিলের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/10/20/photo-1476968610.jpg)
শিক্ষানীতি বাতিলের দাবিতে কুড়িগ্রাম শহরে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি : এনটিভি
শিক্ষানীতি ও সিলেবাস বাতিলের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুড়িগ্রাম পুরাতন শহর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক শেখ নূর মোহাম্মদ, প্রচার সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।
বক্তারা অবিলম্বে শিক্ষানীতি বাতিল করার দাবি জানান। নইলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তাঁরা।