রুয়েটের প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় তালিকা প্রকাশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/12/05/photo-1480954839.jpg)
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় তালিকায় নির্বাচিতদের আগামী ৮ ডিসেম্বর বৃহস্পতিবার ভর্তি হতে হবে।
আজ সোমবার প্রথম বর্ষ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবদুস সোহবান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধাতালিকায় ‘ক’ গ্রুপে ৮৪১ থেকে ১৫৫০তম পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ৩১ থেকে ৬০তম স্থান অর্জনকারী ছাত্রছাত্রী দ্বিতীয় তালিকায় ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় তালিকায় নির্বাচিত ছাত্রছাত্রীকে আগামী ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় ভর্তির জন্য উপস্থিত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্ধারিত সময়ে কোনো ছাত্রছাত্রী ভর্তি হতে ব্যর্থ হলে তাঁর ভর্তির যোগ্যতা বাতিল হয়ে যাবে এবং আসন শূন্য থাকাসাপেক্ষে মেধাতালিকা থেকে শূন্য আসনে ভর্তি করা হবে।
ভর্তির নিয়মাবলি এবং প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং www.ruet.ac.bd ওয়েবসাইটে এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্যাদি প্রার্থীকে নিজ দায়িত্বে জেনে নিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এ ছাড়া গত ১ ও ২ ডিসেম্বর প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রছাত্রীর মনোনীত বিভাগের নাম ঘোষণা করা হয়েছে। কে কোন বিভাগের জন্য মনোনীত হয়েছে তা নিজ দায়িত্বে জেনে নিতেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।