প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কুড়িগ্রামের মানুষ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/01/04/photo-1483526303.jpg)
কুড়িগ্রামের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এই কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন জেলার মানুষ।
জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার দুপুর ১২টা ৫০ থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে এ কনফারেন্স হয়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার জনগণের উদ্দেশে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন।
কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার (এসপি) মেহেরুল করিম, সিভিল সার্জন এস এম আমিনুল ইসলাম, ৪৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জেলার ৮৭৬টি পয়েন্টে ভিডিও কনফারেন্স দেখেন প্রায় পাঁচ লাখ মানুষ।