চাঁদা দাবিতে বাস কাউন্টারে ভাঙচুর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/10/06/photo-1507296377.jpg)
কুড়িগ্রামে বৃহস্পতিবার চাঁদা না পেয়ে বাস কাউন্টারে ভাঙচুরের অভিযোগে একাধিক মামলার আসামি আজিজুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি
কুড়িগ্রামে চাঁদা না পেয়ে বাস কাউন্টারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একাধিক মামলার আসামি আজিজুলকে অস্ত্র ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের দাদা মোড় এলাকায় বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজিজুল শহরের হিঙ্গনরায় চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশের ভাষ্য, আজিজুল ঢাকাগামী দূরপাল্লার গাড়ির বিভিন্ন কাউন্টারে ধারালো অস্ত্র নিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে এসএন, নাবিল, হানিফ ও খাজা পরিবহনের কাউন্টারে ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান জানান, গ্রেপ্তার আজিজুলের নামে হত্যা, চাঁদাবাজিসহ ১৫টি মামলা আছে। শুক্রবার তার বিরুদ্ধে আরো দুটি মামলা করা হয়েছে।