গাছের গুঁড়িতে মোটরসাইকেলের ধাক্কা, ৩ যুবক নিহত
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কের পাথারী মসজিদ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার ব্যাপারী হাটের আবদুল মোতালেব (৩৫), উত্তর ব্যাপারী হাট গ্রামের সুজন ব্যাপারী (৩০) ও নাগেশ্বরী পৌরসভার মাছুরখামার গ্রামের সোহেল রানা (৩২)।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নাগেশ্বরী উপজেলার ব্যাপারী হাট থেকে রায়গঞ্জে যাওয়ার পথে পাথারী মসজিদ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের গুঁড়িতে ধাক্কা দেয়।
নাগেশ্বরী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় অন্য দুজনের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।