খাবারের লোভ দেখিয়ে সাত বছরের শিশুকে ‘ধর্ষণ’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/09/03/photo-1535943879.jpg)
খাবারের লোভ দেখিয়ে জামালপুরের মেলান্দহ উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার বিকেলে উপজেলার নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা এ ব্যাপারে একটি মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানান, নয়ানগর গ্রামের আজিজুল হকের ছেলে সুমন বিকেলে শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
‘এ সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে সুমন পালিয়ে যায়। শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’
মামলার আসামিকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি।