রৌমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/05/18/photo-1431956377.jpg)
কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারির ক্রিডেন্স স্কুলের সামনে আজ সোমবার একটি অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন স্কুলছাত্রীসহ তিনজন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, আজ সোমবার দুপুর ২টার দিকে রৌমারী থানা মোড় থেকে দুই কিলোমিটার উত্তরে ক্রিডেন্স স্কুলের সামনের রাস্তায় অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক রফিকুল ইসলাম (২৬) নিহত হন। এ সময় এক স্কুলছাত্রীসহ আরো তিনজন আহত হয়। নিহত রফিকুল উপজেলার বাতাগ্রামের মো. হেসেন আলীর ছেলে।
দুর্ঘটনায় আহত হয়েছেন পঞ্চম শ্রেণির ছাত্রী আয়শা খাতুন (১১), কামাল হোসেন (৪৩) ও আমেনা খাতুন (৩৪)। তারা তিনজনই অটোরিকশার যাত্রী ছিলেন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।