জাভির সামনে স্বর্ণালি বিদায়ের হাতছানি
১৯৯৮ সাল থেকে দীর্ঘ ১৭ বছর বার্সেলোনার মাঝমাঠের মধ্যমণি জাভি হার্নান্দেজ। দীর্ঘদিন ধরে পালন করছেন অধিনায়কের দায়িত্বও। প্রিয় ক্লাব থেকে অবশেষে বিদায় নিচ্ছেন তিনি। কাতালানদের জার্সি গায়ে আর মাত্র একটাই ম্যাচ খেলবেন জাভি— শনিবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। এই ম্যাচে জুভেন্টাসকে হারাতে পারলে স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডারের বিদায়টা হবে স্বপ্নের মতো। প্রিয় সতীর্থর বিদায় সুমধুর করে তুলতে বার্সার খেলোয়াড়রা দৃঢ়প্রতিজ্ঞ।
৩৫ বছর বয়সী জাভির মতো এমন সফল ক্যারিয়ার খুব কম ফুটবলারের জীবনেই এসেছে। স্পেনের হয়ে একটি বিশ্বকাপ আর দুটো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ তো আছেই। বার্সার পক্ষেও তাঁর ঈর্ষণীয় সাফল্য। আটটি লা লিগা, তিনটি করে কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ, দুটো ক্লাব বিশ্বকাপসহ মোট ২৪টি শিরোপা হাতে তুলেছেন বার্সার স্বর্ণযুগের এই ফুটবলার। ২০০৮-০৯ মৌসুমে ছিলেন বার্সেলোনার প্রথম ট্রেবল জয়ের অন্যতম রূপকার। বার্সার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়া জাভি বিদায়বেলায় দাঁড়িয়ে আছেন আরেকটি ট্রেবল জয়ের সামনে।
ইতিহাস গড়ে বিদায় নিতে হলে জাভির দলকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জিততেই হবে। ক্লাব ও জাতীয় দলে জাভির দীর্ঘদিনের সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা ইউরোপ-শ্রেষ্ঠত্ব উপহার দিয়েই বিদায় দিতে চান প্রিয় বন্ধুকে, ‘চ্যাম্পিয়নস লিগ ট্রফি তুলে ধরা নিঃসন্দেহে জাভি, বার্সা ও তার সব সতীর্থের জন্য সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হবে। একটি খেলায় এ ধরনের অনুপ্রেরণাদায়ী বিষয় আর কী হতে পারে! আশা করি এই দৃশ্যটা সত্যি হবে।’
শনিবারও সাফল্য পেলে ইউরোপের প্রথম ক্লাব হিসেবে দুটি ট্রেবল জয়ের অনন্য গৌরব অর্জন করতে পারবে বার্সেলোনা। বিদায়ী ম্যাচে এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে! তবে আগেই উৎসবে মেতে না উঠে জাভি বরং ভীষণ সতর্ক। সতীর্থদের প্রতি তাঁর হুঁশিয়ারি, ‘আমাদের সতর্ক থাকতে হবে। কারণ জুভেন্টাস খুব ভালো দল। তারা অনেক আত্মবিশ্বাসীও। তারাও এ মৌসুমে দুটি শিরোপা জিতেছে। কিন্তু আমরা ইতিহাস গড়তে চাই।’