নদী নিয়ে ভারতকে চাপ দিতে বিএনপির আহ্বান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/22/photo-1437559094.jpg)
দুই দেশের মধ্যে অভিন্ন নদীসংযোগ প্রকল্প নিয়ে ভারতকে চাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। আর এ বিষয়ে সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছে দলটি।
urgentPhoto
আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় ৫৪টি অভিন্ন নদীর বিষয়ে যে চুক্তি হয়েছে, তার বাস্তবায়ন ভারত একাই করতে পারে না বলে মন্তব্য করেন আসাদুজ্জামান রিপন। তিনি অভিযোগ করেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদসহ অনেক নদী পানিশূন্য হয়ে যাবে।
বিএনপির মুখপাত্র আরো বলেন, ‘বাংলাদেশের পানিসম্পদের অধিকার, ভারতের সঙ্গে আমাদের যে অভিন্ন নদীগুলো আছে এখানে আমাদের যে হিস্যা, আমাদের যে অধিকার সেটা প্রতিষ্ঠা করার দায়িত্ব সরকারের। আশা করব, সরকার এই বিষয়ে জরুরি উদ্যোগ নেবেন। আমাদের দলের মধ্যে যারা এক্সপার্ট রয়েছেন, সরকার ভারতের সঙ্গে পানি বিষয়ে নেগোশিয়েট করার জন্য যদি কোনো টেকনিক্যাল সাপোর্ট আমাদের কাছে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারকে সেই টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।’