ট্রাকের ধাক্কায় সেনাসদস্য ও তাঁর বন্ধু নিহত
জামালপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক সেনাসদস্য ও তাঁর বন্ধু নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে ট্রাকটি তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের নামই শাহিনুর রহমান। তাঁদের বাড়ি জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বন্ধু আজ রাত ৯টার দিকে জামালপুর সদরের নান্দিনা বাজার থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাদেচান্দি তারকাটা মোড় এলাকায় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ঢ ১৪-২৩৪৪) চাপা দিলে ঘটনাস্থলেই রাঙ্গামাটিয়া গ্রামের মোবারক আলী দুদুর ছেলে শাহিনুর রহমান মারা যান। আশঙ্কাজনক অবস্থায় একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সেনাসদস্য শাহিনুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মোহাম্মদ আলীর ছেলে শাহিনুর রহমান ময়মনসিংহ সেনানিবাসে ২৭ বি রেজিমেন্টে কর্মরত ছিলেন। তিনি দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন। মোবারক আলী দুদুর ছেলে শাহিনুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন কর্মী ছিলেন বলে জানা গেছে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ঘটনার পরপর চালক পালিয়ে গেছেন।