হাওরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/31/photo-1438349141.jpg)
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার শাইলকা হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক জেলে। নিখোঁজ কাছু বর্মণ (৫২) উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ স্থানীয়দের বরাত দিয়ে এনটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার বিকেলে শাইলকা হাওরে জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে বের হন কাছু বর্মণ। রাত শেষে শুক্রবার সকাল পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় লোকজন হাওরে খোঁজাখুঁজি শুরু করেন।
বিষয়টি খালিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসহাক থানাকে অবহিত করেন উল্লেখ করে ওসি আরো জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় হাওরে এখন প্রচণ্ড ঢেউ। ঢেউয়ের কবলে কাছু বর্মণের নৌকা ডুবে যেতে পারে। আবার ঢেউয়ে দূরেও চলে যেতে পারে।
এসব বিষয় মাথায় রেখে স্থানীয়দের সহযোগিতায় ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। দুপুর পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান ওসি।