আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তল্লা গ্রামে আজ শুক্রবার বিকেলে ট্রেনে কাটা পড়ে জুবায়ের নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি পাশের যাত্রাপুর গ্রামে।
জুবায়েরের নিকটাত্মীয়রা জানান, প্রতিদিনের মতো আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জুবায়ের হাঁটতে বের হন। হাঁটতে বের হওয়ার আধা ঘণ্টার মধ্যে খবর আসে যে, জুবায়ের ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে।
জুবায়েরের বাবা জয়নাল মিয়া বলেন, ‘কীভাবে জুবায়ের ট্রেনের নিচে কাটা পড়ল, তা বুঝতে পারছি না।’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত আশা করেন প্রশাসনের কাছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।