কিশোর রাজা হত্যা : দুই আসামি হেফাজতে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/18/photo-1439910086.jpg)
রাজধানীর হাজারীবাগে মোবাইল চুরির অভিযোগে কিশোর রাজাকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় আটক মনিরুজ্জামান ও সুমন হোসেনকে তিন দিন করে হেফাজতে (রিমান্ডে) নিয়েছে পুলিশ। অন্যদিকে আটক আরেক আসামি সাগর আহম্মেদ সানি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার বিধান মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা হাজারিবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অলিভ মাহমুদ আসামি মনিরুজ্জামান ও সুমন হোসেনকে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আরেক আসামিকে একই তদন্তকারী কর্মকর্তা হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শামছুল আরেফীন শুনানি শেষে দুজনের তিন দিন করে হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন। অন্যদিকে সাগর আহম্মেদ সানি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গতকাল হাজারীবাগের গণকটুলি এলাকায় মোবাইল চুরির অভিযোগ এনে রাজা (১৬) নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়। হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়াসহ কয়েকজন রাজাকে বাসা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেন রাজার ফুফু রত্না বেগম। এ ঘটনায় সোমবার তিনজনকে আটক করে পুলিশ।
সম্প্রতি চুরির অভিযোগ এনে সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন ও বরগুনায় রবিউল নামের দুই শিশুকে হত্যা করা হয়। খুলনায় কাজ ছেড়ে দেওয়ায় নৃশংসভাবে খুন করা হয় শিশু রাকিবকে।