বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/24/photo-1440393225.jpg)
সিরাজগঞ্জ, নওগাঁ, কুড়িগ্রাম, জামালপুর, বগুড়াসহ দেশের বেশ কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির কারণে পানি নামছে না এসব অঞ্চলের।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনার পানি বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে সিরাজগঞ্জ সদর, কাজীপুর, এনায়েতপুর, শাহজাদপুর, চৌহালী উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।
এদিকে, নওগাঁর আত্রাই উপজেলায় বন্যা পরিস্থিতিরও অবনতি ঘটেছে। সকালে উপজেলার মির্জাপুর, কাশিয়াবাড়ী ও হাটকালুপাড়ায় বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলা সদরের সঙ্গে আত্রাই উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সরিষাবাড়ী, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। সব মিলিয়ে এ তিন উপজেলার ১২টি ইউনিয়নের ৬০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এ ছাড়া কুড়িগ্রাম ও বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।