নেত্রকোনায় জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/26/photo-1440610094.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৫ উপলক্ষে আজ বুধবার নেত্রকোনা পৌরসভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৫ উপলক্ষে নেত্রকোনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে আজ বুধবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার প্যানেল মেয়র আলহাজ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায়।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর কাউন্সিলর নাসরিন বেগম রত্না, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাজী নূরনবী, পৌরসভার সচিব আব্দুল ওয়াদুদ, মো. গিয়াসউদ্দিন ও সুব্রত সাহা টিটু। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।