শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/10/09/121154175_1673407096152302_3117718831675849845_n.jpg)
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের পুরাচর গ্রামে দুই শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের পুরাচর গ্রামে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু মামাতো-ফুপাতো বোন।
স্থানীয়রা জানায়, আজ শুক্রবার সকাল ১০টার দিকে ছলিম উদ্দিনের মেয়ে আমেনা খাতুন (৮) ও হাফিজুর রহমানের মেয়ে জিনিয়া আক্তার (৭) বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। শাপলা তোলার একপর্যায়ে তারা গভীর পানিতে চলে যায়। এ সময় এক পথচারী দুই শিশুকে পানিতে তলিয়ে যেতে দেখে আরো লোকজন নিয়ে উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ সময় পর তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাজমুল দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।