অস্তিত্ব সংকটে হরিপুরের জমিদারবাড়ি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/07/photo-1444213285.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হরিপুরের জমিদারবাড়ি। জমিদার গৌরী প্রসাদ রায়চৌধুরী ও কৃষ্ণ প্রসাদ রায়চৌধুরী ৪৮০ শতাংশ জমির ওপর দ্বিতল এ বাড়ি নির্মাণ করেন। তবে ১৯৪৭ সালে দেশভাগের পর ভারতে চলে গেলে পুরোহিতসহ প্রায় অর্ধশত পরিবার বংশানুক্রমে বাস করছেন বাড়িটিতে।
কিন্তু অযত্ন, অবহেলা, সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অস্তিত্ব হারাতে বসেছে তিতাস নদীর তীরে নির্মিত প্রায় দুইশ বছরের পুরোনো এই বাড়ি। সে সঙ্গে চুরি হয়ে যাচ্ছে এ বাড়ির মূল্যবান সব দরজা-জানালা।
নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এ বাড়িতে দেশ-বিদেশের দর্শনার্থীরা ভিড় করেন প্রতিদিনই। কিন্তু এ মুগ্ধতা ছাপিয়ে বাড়িটি সংস্কার করে একে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবিই মুখ্য হয়ে উঠেছে দশনার্থী, এলাকাবাসী, এমনকি খোদ এ বাড়ির বাসিন্দাদের।
বিস্তারিত শিহাব উদ্দিন বিপুর পাঠানো ভিডিও প্রতিবেদনে :