নারকেল গাছে ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/20/photo-1445343759.jpg)
নেত্রকোনা সদর উপজেলায় নারকেল গাছে উঠে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল হোসেন (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে হাতকুণ্ডলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট বিল্লাল সদর উপজেলার কালিয়ারা-গাবরাগাতী ইউনিয়নের হাতকুণ্ডলী গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কালিয়ারা-গাবরাগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সাঈদ জানান, বিকেলে নারকেল গাছে উঠে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে বিল্লালের মৃত্যু হয়।