রাজধানীর রায়েরবাজারে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শাখা উদ্বোধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/29/photo-1446103230.jpg)
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড তাদের গ্রাহকদের সেবা বাড়াতে রাজধানীর রায়েরবাজারে শাখা খুলেছে। গতকাল বুধবার এই শাখা উদ্বোধন করা হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, রায়েরবাজার শাখা উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, মো. মোস্তফা খায়ের, মো. সাইফুর রহমান পাটোয়ারী, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা, ঢাকা মহানগরীর শাখার ব্যবস্থাপক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।