দেশব্যাপী ইয়ামাহা রাইডারস ক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/iyyaamaahaa.jpg)
ইয়ামাহা রাইডার্স ক্লাব, ইয়মাহা মোটরসাইকেলস রাইডারদেরকে নিয়ে গঠিত একটি সংগঠন। দেশের প্রতিটি জেলায় এই মোটরসাইকেল ক্লাবের শাখা রয়েছে এবং দেশব্যাপী এদের রয়েছে প্রায় ১৫ হাজারের বেশি নিবন্ধিত সদস্য। ক্লাবের সদস্যরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ইতিবাচক সামজিক কার্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন।
এরই ধারাবাহিকতায় এ বছর বড় পরিসরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে ক্লাবটি। এতে সমগ্র বাংলাদেশ থেকে ইয়ামাহা রাইডারস ক্লাবের মোট ৩১৪ জন প্রতিযোগী ১৫৭টি টিমে ভাগ হয়ে অংশগ্রহণ করে। মোট ২৮ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় বিভাগে অংশগ্রহণ করে।
গত ৭ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরে ডি বক্স স্পোর্টস কমপ্লেক্সে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। মোট চার ক্যাটাগরিতে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই মটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।