নেত্রকোনার উন্নয়নে দীর্ঘ মতবিনিময় সভা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/04/photo-1446657059.jpg)
নেত্রকোনা জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় ওই সভা শুরু হয়। শেষ হয় রাত ৯টার পর।
জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান।
সভায় নেত্রকোনা জেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রস্তাব ও করণীয় নিয়ে সার্বিক আলোচনা করে মতামত দেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান।
মতবিনিময় সভায় জেলার ১০টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি বিভাগের প্রধান ছাড়াও জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী উপস্থিত ছিলেন।