আশুগঞ্জে নির্মাণাধীন সাইলো পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/05/photo-1446728560.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ বৃহস্পতিবার এক লাখ ২০ হাজার টন খাদ্য ধারণ ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় সাইলোর নির্মাণকাজ পরিদর্শন করেছন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক লাখ ২০ হাজার টন খাদ্য ধারণ ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় সাইলোর নির্মাণকাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ। আজ বৃহস্পতিবার তিনি সাইলো পরিদর্শনে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোশাররফ হোসেন, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ প্রমুখ।
এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ বলেন, আশুগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং আগামীতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে আশুগঞ্জ দেশ-বিদেশে অর্থনৈতিক হাব হিসেবে খ্যাতি অর্জন করবে। এ জন্য আশুগঞ্জ তথা ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সহযোগিতার করার আহ্বান জানান তিনি।