জঙ্গি সংগঠনের সঙ্গে আলোচনা হতে পারে না : শেখ সেলিম
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/09/photo-1447086114.jpg)
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, যুদ্ধাপরাধী ও খুনিদের বাদ দিয়ে আওয়ামী লীগ জাতীয় ঐক্যে রাজি রয়েছে।
আজ সোমবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তাঁরা এসব কথা বলেন।
আজ দুপুরে দীর্ঘ একযুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান ও নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জর টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনে আওয়ামী লীগের শীর্ষ নেতারা যোগ দেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ সেলিম বলেন, বিএনপির আমলে বাংলাদেশ ছিল সন্ত্রাস ও জঙ্গিদের অভয়াশ্রম। বিদেশে গিয়ে খালেদা জিয়া আবার নতুন ষড়যন্ত্র শুরু করেছেন। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, নাশকতাসৃষ্টিকারীদের মোকাবিলা করা হবে।
আর মাহবুব-উল-আলম হানিফ বলেন, একজন খুনির সঙ্গে বসে আলোচনা করে কোনো সুফল আসতে পারে না। খালেদা জিয়া যখন সংলাপের কথা বলেন তখন দেশের সুশীল সমাজের প্রতিনিধিরাও সংলাপে বসার কথা বলেন। কার সঙ্গে আলোচনা হবে? একজন খুনির সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।
ত্রিবার্ষিক এ সম্মেলন সকালে শুরু হওয়ার কথা থাকলে শুরু হয় দুপুরে। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিমের সভাপতিত্বে বিকেল পর্যন্ত চলা সম্মেলনে শেখ আবদুল হালিমকে সভাপতি ও আবুল বাসার খায়েরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।