ফারাবীসহ তিনজন ৭ দিনের রিমান্ডে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/10/photo-1447168380.jpg)
মুক্তমনা ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় তিনজনকে সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রিমান্ডে নেওয়া তিনজন হচ্ছেন শফিউর রহমান ফারাবী, জুলহাস বিশ্বাস ও আবুল বাশার। এই তিনজনই ঢাকায় অভিজিৎ রায় হত্যা মামলার আসামি।
সহকারী পুলিশ কমিশনার আবদুল আহাদ (প্রসিকিউশন) জানান, অনন্ত বিজয় দাশ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক আরমান আলী আজ মঙ্গলবার আদালতে রিমান্ড আবেদন জানান। দুপুরে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক আনোয়ারুল হক তাঁদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৯ নভেম্বর ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত ৪ নভেম্বর অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় তিনজনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এই তিনজন হচ্ছেন দুলাল বিশ্বাস, আবুল হাসান ও জাফরান হাসান। এঁরা ঢাকায় অভিজিৎ রায় হত্যা মামলার আসামি। তাঁদের নিয়ে অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে ফটো সাংবাদিক ইদ্রিস জামিনে আছেন এবং মান্নান রাহি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
প্রসঙ্গত, গত ১২ মে সকালে সিলেট নগরীর সুবিদবাজারে নিজ বাসার সামনে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। অনন্ত হত্যা মামলায় ফটো সাংবাদিক ইদ্রিস আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মান্নান রাহি ও তাঁর ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়ের নামক একজনকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ।