সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে মেছোবাঘকে পিটিয়ে হত্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/09/sunamgang-news_0.jpg)
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত বন এলাকা থেকে একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মেছোবাঘটির দৈর্ঘ্য তিনফুট ও প্রস্থ দুই ফুটেরও বেশি।
খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহ ধরে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে গোলাবাড়ি গ্রামে একটি বাঘ ঘোরাফেরা করছে। এমন খবরে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে হাওর পাড়ের শিশুরা মেছোবাঘের ভয়ে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছিল। ফলে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে গতকাল বিকেলে কুড়াল, কুচ ও লাঠি নিয়ে মেছোবাঘটি খুঁজতে থাকে।
এক পর্যায়ে গোলাবাড়ি গ্রামের একটি হাওরে বাঘটিকে দেখামাত্রই প্রথমে মাছ ধরার কুচ দিয়ে আঘাত করে বাঘটিকে আহত করা হয়। পরে বাঘটিকে আটক করে কুড়াল ও লাঠি দিয়ে মাথায় বুকে আঘাত করে পিটিয়ে হত্যা করে।
মেছোবাঘ মারার ভিডিও ও আনন্দ উল্লাসের মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও এ ব্যাপারে কিছু জানতে পারেনি বনবিভাগ।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে বনবিভাগকে জানানো হয়েছে। তাঁরা বিষয়টি দেখছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’