জামালপুরে অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই বোনের মৃত্যু
জামালপুরের সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন। আজ রোববার সকালে জামালপুর-মেলান্দহ সড়কের ঝিনাই সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইসলামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের শাহিজনের স্ত্রী পাংখা বেগম (৫৮) ও বকশীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের হাওয়া বেগম (৫৫)। তাঁরা সম্পর্কে আপন বোন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝিনাই সেতুতে মাছবাহী পিকআপ ভ্যানটির সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এ সময় আহত সিএনজিচালক বাদল, লক্ষ্মীন্দর, ওমর আলী ও শহীদুলকে উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যান। নিহতদের লাশ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে জানান ওসি।