কায়সার সিনহার নামে সম্মাননা দেবে বিএসপিএ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক মরহুম আফজালুর রহমান সিনহার (কায়সার সিনহা) পরিবারের পৃষ্ঠপোষকতায় এ বছর ‘কায়সার সিনহা সংগঠক সম্মাননা’ দেবে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। আজ শনিবার ঢাকা ক্লাবে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সংবাদিক মোজাম্মেল বাবু ও মরহুম কায়সার সিনহার ছেলে ও একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক ফাহিম সিনহা।
অনুষ্ঠান বিএসপিএর সাবেক সভাপতি মোস্তফা মামুনের সম্পাদনায় কায়সার সিনহার স্মৃতিচারণ মূলক স্বারক গ্রন্থ ‘বর্ণিল স্মৃতি অমলিন কীর্তি : কায়সার সিনহা’-এর প্রচ্ছদ উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে মরহুম কায়সার সিনহাকে নিয়ে স্মৃতিচারণ করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবির পরিচালক আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন।