বাংলাদেশ থেকে কুয়েতে সরাসরি ফ্লাইট চলাচলের অনুমতি
বাংলাদেশ থেকে কুয়েতে সরাসরি ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
সূত্র জানান, বাংলাদেশ-কুয়েত সরাসরি ফ্লাইট চালুর অনুমতি পেয়েছে বিমান এবং কুয়েত এয়ারলাইনস। প্রতি ফ্লাইটে আসন সংখ্যা নির্ধারণ করে সপ্তাহে পাঁচ দিন ফ্লাইট চালুর অনুমতি পেয়েছে এয়ারলাইনস দুটি।
বাংলাদেশ থেকে সপ্তাহে এক হাজার যাত্রী বহনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ফ্লাইট চালুর নির্দিষ্ট সময়সূচি বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকায় এখনও সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেনি এয়ার লাইনস কর্তৃপক্ষ।
এদিকে, ছুটিতে গিয়ে দেশে আটকাপড়া অনেক প্রবাসী বেশি দামে টিকেট কেটে সৌদি আরব, তুরস্ক, বাহারাইন হয়ে ট্রানজিট রুটে কুয়েতে প্রবেশ করছেন। আকামার মেয়াদ শেষের পথে থাকা প্রবাসীদের ট্রানজিটে কর্মস্থলে ফেরার আহ্বান জানানো হয়েছে।