ঢাকায় দুঃস্থদের ত্রাণসামগ্রী দিয়েছে মহিলা দল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/10/04/bnp_pic_1.jpg)
জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে বংশাল থানায় গরিব-অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভানেত্রী বেগম রাজিয়া আলিম শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় রাজিয়া আলিম বলেন, ‘দেশ ও জাতির গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আপোষহীন দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছেন বিধায় তাঁকে মিথ্যা বানোয়াট মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/10/04/bnp_pic_2.jpg 687w)
আন্দোলনের কোনো বিকল্প নেই উল্লেখ করে রাজিয়া আলিম আরও বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে এবং তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলমান থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোহন আহমেদ, বংশাল থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন, বংশাল থানা মহিলা দলের নেত্রী ফেরদৌসি কবির, মিতা দত্ত, মমতাজ বেগম বিউটি, শিউলী, হোসনে আরা হেনা প্রমুখ।