ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/19/photo-1450477797.jpg)
বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলায় দেওড়া ফ্রেন্ডস ইউনিয়ন আয়োজিত বাবলু-আসিফ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় বন্ধন একাদশকে পরাজিত করে সিগমা বয়েস ক্লাব জয়লাভ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাজিম।
পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফ আহাম্মেদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন নুরুল আযম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন শরিফ উদ্দিন ফানু, আলী রেজা, হিমু চৌধুরী, নাসির মিয়া, হাসনাত খান, আরিফুল ইসলাম বুলবুল, মানিক মিয়া, সুজন খন্দকার, খালেদ মোশাররফ চৌধুরী প্রমুখ।
প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেয়। এর আগে ২০১১ সালে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সলিলদিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত জেলা ছাত্রলীগ নেতা নুরুল আসিফ চৌধুরী এবং দেওড়া ফ্রেন্ডস ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বাবলু চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।