নাটোরে ইউপি চেয়ারম্যান প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/12/09/natore-arrest-with-arms-1.jpg)
ইউপি চেয়ারম্যানপ্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। ছবি : এনটিভি
নাটোরের সিংড়া উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানপ্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আখতার জানিয়েছেন, গতকাল বুধবার রাত ৮টার দিকে কলম ইউনিয়নের হাজী সাঁঐল এলাকায় নিজ চেম্বারে কর্মীদের নিয়ে নির্বাচনি গণসংযোগ করছিলেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যানপ্রার্থী মইনুল হক চুনু। এ সময় শামসুল ও বাবলু নামের দুই ব্যক্তি সেখানে ঢুকে তাঁকে গুলি করার চেষ্টা করলে চুনুর কর্মীরা তাদের ধরে ফেলে।
পরে পুলিশ গিয়ে শামসুল ও বাবলুকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ছাড়া ডাহিয়া ও তাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বাধা, মারপিট এবং পোস্টার কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।