এনটিভি সময়ের চেয়ে অনেক বেশি অগ্রগামী

দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোর মধ্যে এনটিভি আমার কাছে অন্যতম। কেননা মধ্যবিত্ত দর্শককে ধরতে পারার বড় উপকরণ এনটিভির অনুষ্ঠান। প্রতিটি অনুষ্ঠানেই পরিকল্পনা ও রুচির ছোঁয়া আছে।
নানা বিষয়ে অনুষ্ঠান প্রচার করে এনটিভি, তবে স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান আমার কাছে প্রিয়। এই অনুষ্ঠানের সবখানেই পরিমিতি বোধ লক্ষণীয়।
এনটিভি ও এনটিভির কর্মীরা সময়ের চেয়ে অনেক বেশি অগ্রগামী।
এনটিভির টকশোও আমার বেশ ভালো লাগে। উপস্থাপকের উচ্চারণ, উপস্থাপনার ধরন বিশেষভাবে আমাকে টানে।
এনটিভির জন্মদিনে সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা।
লেখক : মিডিয়া ব্যক্তিত্ব।