রিয়াদে কলতান সংগীত একাডেমির বিজয় দিবস উদযাপন

সৌদি আরবের রিয়াদে আল ফুরসান কমিউনিটি সেন্টারে ৪৯তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে কলতান সংগীত একাডেমি। গত শুক্রবার দিবাগত রাতে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত লেবার কাউন্সিলর মেহেদী হাসান, বিশেষ অতিথি ছিলেন ১ নম্বর কাউন্সিলর সফিকুল ইসলাম, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান।
এ ছাড়া উপস্থিত ছিলেন এম আর মাহাবুব, মিজানুর রহমান কমল, গাজী সাঈদ, ফারুক হোসেন, খোরশেদ আলম তপন, যুবনেতা এম এ জলিল, ঢাকা মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল-মামুন, এনটিভি দর্শক ফোরামের ১ নম্বর সহসভাপতি ওয়াজেদ হোসেন, এনটিভি সাংস্কৃতিক ফোরামের পৃষ্ঠপোষক শেখ বাদল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রবাসে স্বদেশের সংস্কৃতি ছড়িয়ে দিতে এবং প্রবাসে থাকা বাংলাদেশি পরিবারের ছেলেমেয়েদের দেশীয় সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করবে কলতান সংগীত একাডেমি।
অতিথিরা কলতান একাডেমির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
সব শেষে কলতানের পরিচালক মমতাজ উল আলম তাজ সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলতানের পরিচালক জামশেদ রানা। বিপুল সংখ্যক বাংলাদেশি পরিবার এ অনুষ্ঠানে অংশ নেন।
