জুবাইল প্রদেশ বিএনপির বিজয় দিবস উদযাপন

সৌদি আরবের পূর্বাঞ্চল জুবাইল প্রদেশ বিএনপি কমিটির রয়েল কমিশন বিজয় দিবস উদযাপন করেছে।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বিজয় দিবসের চেতনায় আধিপত্যবাদী দেশ, জাতি ও গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির প্রবাসী নেতারা।
সভায় শহীদ জিয়ার ’৭১-এর ভূমিকার প্রশংসা করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সংগঠনের সভাপতি সেলিম নেওয়াজের সভাপতিত্বে ইয়ার আহমেদ ও কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন দলের উপদেষ্টা জামাল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম এ কাশেম খান, সহসভাপতি সাব্বির আহমেদ চৌধুরী, শেখ আবদুল মাননান, এইচ এম তৌফিক এলাহী কবির, রফিকুল ইসলাম সুমন, সাইমন তালুকদার, শোয়াইব বিন আহমেদ সোহেল, ফারুক মোল্লা, জাহিদুল ইসলাম আজাদ, জসীম উদ্দিন, বিসমিল্লাহ মনজু।
সভায় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিএনপির কয়েকশ প্রবাসী নেতাকর্মী এ সভায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে প্রবাসীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।