মক্কায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী পালন করেছে সৌদি আরবের মক্কা মহানগর বিএনপির আজিজিয়া শাখা। গত ১৯ জানুয়ারি আজিজিয়ায় হোটেল মিদানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের সাইফুল আলম সাফুর সভাপতিত্বে ও আজিজিয়া বিএনপি শাখার সভাপতি ফয়েজুর রহমান ফয়েজের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মক্কা বিএনপি প্রাদেশিক কমিটির সাবেক সভাপতি মাওলানা রফিক আহমেদ।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান বক্তা ছিলেন মক্কা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম পারভেজ মৃধা। বিশেষ অতিথি ছিলেন মক্কা মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ জুয়েল রানা, মো. জিন্নাহ, ইঞ্জিনিয়ার সাহেদ হোসেন, মক্কা যুবদলের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ।
আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশ ও বিদেশের সব নেতাকর্মীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল হয়। সেখানে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। সেই সঙ্গে তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁদের সন্তান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় মক্কার দূর-দূরান্ত থেকে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।