বিএনপি নেতা সালাহ উদ্দিনের রোগমুক্তি কামনায় মক্কায় দোয়া

সৌদি আরবের মক্কায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগমন্ত্রী ও কক্সবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি সালাহ উদ্দিন আহমদের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে মক্কার নাক্কাসায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রবাসী বিএনপির কক্সবাজার জেলা শাখা এ দোয়া মাহফিলের আয়োজন করে।
সংগঠনের সভাপতি এম জহির আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মক্কা বিএনপির প্রাদেশিক কমিটির সভাপতি খন্দকার এম এ হেলাল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সামসুল আলম আজাদ, সহসভাপতি এম এ তাহের, হামিদুল হক হামিদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোজাম্মেল হক। সাধারণ সম্পাদক আবদুস শুক্কুরের সঞ্চলনায় বক্তব্য দেন মো. জুনায়েদুর রহমান, এম এ তাহের।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম বাবু, ফরিদুল আলম ফরিদ, শাহ আলম হেলালী, নূর হোসেন খন্দকার, মহিউদ্দিন চৌধুরী, সামসুল আলম গুরা মিয়া, নুরুল ইসলাম, নুরুল হক ও আমান উল্লাহ আমান।
মাহফিলে সালাহ উদ্দিন আহমদের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা বেলাল উদ্দিন।