পিলখানায় শহীদদের স্মরণে মক্কায় সভা, দোয়া মাহফিল

২০০৯ সালে রাজধানীর পিলখানায় শহীদ সেনাদের স্মরণে সভা ও দোয়া মাহফিল করেছে সৌদি আরবের মক্কাপ্রবাসী রামু উপজেলা বিএনপি। গত ২ মার্চ বিকেলে মক্কার নাক্কাসায় এই দোয়া মাহফিল করা হয়।
প্রবাসী রামু উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির সভাপতি জহির আহমেদ। প্রবাসী রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানিফ হেলালীর পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির উপদেষ্টা শহীদ উল্লাহ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর, সিনিয়র সহসভাপতি সামসুল আলম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম ফরিদ ও প্রবাসী রামু উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা মনিরুজ্জামান মনির।
বক্তারা পিলখানার প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় এনে দ্রুত কার্যকর করার জোর দাবি জানান। নইলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
স্মরণসভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন এম এ তাহের, জাহাঙ্গীর আলম চৌধুরী, হামিদুল হক হামিদ, মোজাম্মেল কোম্পানী, জাহেদুল ইসলাম বাবু, শাহ আলম সিকদার, নূর হোসেন খন্দকার, মো. কামাল, নুরুল হক, নুরুল ইসলাম বড় ভাই, সামশুল হুদা গুরা মিয়া, কলিম উল্লাহ কলিম, ওমর আলী, জানে আলম, এইচ এস ওসমান, আমান উল্লাহ আমান, মৌলভী ফরিদ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা বেলাল উদ্দিন। সভায় শহীদ সেনাসদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
স্মরণসভা ও দোয়া মাহফিলে মক্কায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।