মক্কায় কক্সবাজার বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন

সৌদি আরবের মক্কায় প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে ৪৬তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। গত রোববার মক্কার সরাইয়ায় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে তারা।
প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির সভাপতি জহির আহমদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবু। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, হুইপ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি খন্দকার এম এ হেলাল, প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির প্রধান উপদেষ্টা শহিদুল্লাহ মাস্টার ও মক্কা প্রাদেশিক বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন।
বক্তব্য দেন আবু তাহের চৌধুরী, সেলিম উদ্দিন, নূর হোসেন খন্দকার, এইচ এস উসমান, দেলোয়ার হোসেন, জুনায়েদুর রহমান, শফিউল কাদের ও মহিউদ্দিন চৌধুরী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন হামিদুল হক হামিদ, সামসুল আলম আজাদ, শাহ আলম হেলালী, আবুল কাসেম, ফরিদুল আলম ফরিদ, আমান উল্লাহ আমানসহ আরো অনেক নেতাকর্মী।
এর আগে মাওলানা বেলাল উদ্দিনের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির আঞ্চলিক শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।