স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে নূরু হত্যার প্রতিবাদ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি আরব হাইল প্রাদেশিক কেন্দ্রীয় বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। এ সময় চট্টগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নূরুল আলম নূরুকে পুলিশ পরিচয়ে বাসা থেকে ধরে নিয়ে গুলি করে হত্যার প্রতিবাদ জানানো হয়।
এ সময় নূরুল আলম নূরুর আত্মার মাগফিরাত চেয়ে দোয়া করা হয়। সভায় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব হাইল প্রাদেশিক কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কাইয়ুম। প্রধান অতিথি ছিলেন নূরুল হুদা। সম্মানিত অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা হোসেন আহমেদ। প্রধান বক্তা ছিলেন মাসুদ আলাল। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আশিক পাটোয়ারি বাবলু, হুমায়ুন কবির হিমু, জামাল পাঠান, মাসুদ রানা, আল আমিন, কুদ্দুস পরাজী, আমিন, গাজী রুমন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সরকার ও সহসাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন। সভায় হাইলের ভুয়া নেতা পরিচয়ে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির নিজে নিজে ঘোষিত সাধারণ সম্পাদকের নামে কথিত স্ট্যাটাস দেওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এসব লোকদের তৎপরতার বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।