সৌদি আরবে সাংস্কৃতিক দলের নেতা জসিম উদ্দিনকে সংবর্ধনা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হওয়ায় জসিম উদ্দিন তালুকদারকে সংবর্ধনা দিয়েছেন দলটির সৌদি আরবের নেতাকর্মীরা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এই বাসিন্দাকে সম্প্রতি দেওয়া ওই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহসভাপতি তাজুল ইসলাম গাজী।
রিয়াদে আয়োজিত ওই অনুষ্ঠানে সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, অন্য দেশের সংস্কৃতির চর্চা না করে দেশের সংস্কৃতি লালন করতে হবে। এ জন্য দলের নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি শেখ রুহুল আমিন বাবুল, প্রস্তাবিত সাধারণ সম্পাদক কারী আবদুল হাকিম, প্রস্তাবিত জ্যেষ্ঠ সহসভাপতি শহীদুল্লাহ ভূঁইয়া, পূর্বাঞ্চল বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান, পূর্বাঞ্চল যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরীসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিয়াদে আয়োজিত ওই অনুষ্ঠানে সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, অন্য দেশের সংস্কৃতির চর্চা না করে দেশের সংস্কৃতি লালন করতে হবে। এ জন্য দলের নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি শেখ রুহুল আমিন বাবুল, প্রস্তাবিত সাধারণ সম্পাদক কারী আবদুল হাকিম, প্রস্তাবিত জ্যেষ্ঠ সহসভাপতি শহীদুল্লাহ ভূঁইয়া, পূর্বাঞ্চল বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান, পূর্বাঞ্চল যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরীসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।