মক্কায় বিএনপি নেতা শাহজাহান চৌধুরীকে সংবর্ধনা

সৌদি আরবের মক্কায় বিএনপির সরাইয়া কমিটির উদ্যোগে সাবেক হুইপ আলহাজ শাহজাহান চৌধুরীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
এই উপলক্ষে সম্প্রতি সরাইয়া এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সরাইয়া বিএনপির সভাপতি হামিদুল হক হামিদ। সঞ্চালনা করেন মোস্তাক আহমেদ ও নুরুসসাফা।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও হুইপ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মক্কা বিএনপির সভাপতি খন্দকার এম এ হেলাল। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির সভাপতি জহির আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর, মক্কা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন।
বক্তব্য দেন মো. আলম মনজুর, মওলানা নুরুল আলম, মো. খোরশেদ, জাহাঙ্গীর ও আফছার। আরো উপস্থিত ছিলেন আবু তাহের চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, মইনুল ইসলাম লিটু, আমান উল্লাহ আমান, নুরুল হক, বেলাল উদ্দিন, আবদুল হালিম, শহিদুল হক, ফজল কাদের, আফছার কামাল, কামাল হোসেন, রেজাউল করিম রাজু, তৌহিদুল আলম শাহিন।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবুল হোসাইন। আলোচনা সভায় মক্কা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।