মক্কায় আঞ্জুমানে নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া কমিটির সংর্বধনা

সৌদি আরবে আঞ্জুমানে নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া মক্কা কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ শাহ সুফি মাওলানা মুহাম্মদ আবদুশ শকুর রায়হান আজিজি নকশবন্দী মোজাদ্দেদী (মধ্যে)। ছবি : এনটিভি
সৌদি আরবে আঞ্জুমানে নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া মক্কা কমিটির উদ্যোগে গত সোমবার বিকেলে স্থানীয় একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠান হয়।
সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও আলহাজ ছৈয়দ মুহাম্মদ আমান সমরকন্দীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আসা আলহাজ শাহ সুফি মাওলানা মুহাম্মদ আবদুশ শকুর রায়হান আজিজি নকশবন্দী মোজাদ্দেদী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও চন্দনাইশ দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ।
বক্তব্য দেন মক্কা যুবদলের সভাপতি সফিউল আলম মনির ও যুগ্ম সম্পাদক আবু তৈয়ব, জাফরুল ইসলাম, এস এম সালেহ, কামাল উদ্দিন, হাজি জসিম ও মুসা খান।
শুরুতে কোরআন তিলাওয়াত ও নাতে রসুল পরিবেশন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান মক্কা প্রবাসী বিপুল বাংলাদেশির সমাগম ঘটে।