সিলেট বিভাগকে উন্নয়নের মডেল বানানো হবে : আবদুল মোমেন

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সিলেট বিভাগকে আঞ্চলিক উন্নয়নের মডেল হিসেবে তৈরি করা হবে। বেকারত্ব দূরীকরণসহ নানামুখী পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি প্রবাসী সিলেটবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
সৌদি আরবের রিয়াদে বৃহত্তর সিলেট কমিউনিটির দেওয়া এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল মোমেন এ কথা বলেন।
বৃহত্তর সিলেটবাসীর ব্যানারে আয়োজিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আজিজ মাসুকসহ প্রবাসী বিশিষ্টজনেরা।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী কাপতান হোসেন। পরিচালনা করেন জুবায়ের আহমেদ ও নুরুজ্জামান সুমন। সভায় প্রবাসী সিলেট বিভাগের সব রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাসহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।
নাগরিক সংবর্ধনায় এ কে আবদুল মোমেনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।