দাম্মাম্মে বিএনপির ইফতার ও আলোচনা সভা

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা করেছে সৌদি আরবের দাম্মাম প্রদেশ বিএনপি।
এতে সভাপতিত্ব করেন দাম্মাম বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন। অনুষ্ঠানে ইসলামী আলোচনা অংশ নেন ইসলামী দাওয়া সেন্টারের বিশিষ্ট আলেম শায়খ আহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শহিদুল ইসলাম পাটোয়ারী, দাম্মাম বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শওকত কামাল, উপদেষ্টা আহসান উল্লাহ হাসান ও আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ, মহানগর বিএনপির সভাপতি ইউছুফ আলী, সাধারণ সম্পাদক বকতিয়ার উদ্দিন, আল খোবার জেলা কমিটির সভাপতি কাসেম মাহমুদ, পারভেজ মোস্তাফা, মোজাম্মেল হোসেন সাগরসহ বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের সদস্যসহ সব স্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
এ সময় ইমরান খন্দকারকে সভাপতি ও এস কে রনিকে সাধারণ সম্পাদক করে প্রবাসী মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।