জেদ্দায় রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল করেছে রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল। সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দার স্থানীয় একটি হোটেল গতকাল সোমবার এই ইফতারের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি ও চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন। পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম ও ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এ টিভির জেদ্দা প্রতিনিধি বাহর উদ্দিন বকুল। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ইয়াসির মিয়া।
শুরুতেই পবিত্র কোরআন শরিফ তেলাওয়াত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচানা করেন চ্যানেল ২৪-এর প্রতিনিধি সৈয়দ আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাভিশন প্রতিনিধি সোহেল রানা, এটিএন বাংলার সাজিদুল ইসলাম, গাজী টিভির সেলিম আহমেদ, মোহনা টিভির ফিরোজ আহমেদ, মাই টিভির মোবারক হোসেন ভূঁইয়া, সময় টিভির জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপন, এশিয়ান টিভির মক্কা প্রতিনিধি কাউছার আহমেদ, ডিবিসির রঞ্জু আহমেদ ও যমুনা টিভির আনোয়ার হোসেন রাজুসহ বিভিন্ন কমিউনিটির নেতারা।
তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রবাসের মাটিতে নিজেদের কাজের পাশাপাশি তারা দেশের গণমাধ্যমের সঙ্গে নিযুক্ত আছেন এবং প্রবাসীদের সুখ-দুঃখের কথা তুলে ধরছেন। এটি সত্যিই প্রশংসার দাবিদার।
তথ্য উপদেষ্টা বলেন, সৌদি আরবে প্রেস উইং খোলার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে প্রবাসী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের সরকার বদ্ধপরিকর। কিছু মৌলবাদী ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাস করছে। তারা কখনো ইসলামের হতে পারে না। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এই সন্ত্রাসবাদ মোকাবিলায় সৌদি আরবসহ ইসলামিক দেশগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের সরকার। মাননীয় উপদেষ্টা বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের অনুরোধ জানান।