মির্জা ফখরুলের ওপর হামলায় মালয়েশিয়া যুবদলের প্রতিবাদ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মালয়েশিয়া যুবদল। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল দিপালমায় ওই আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় মালয়েশিয়া যুবদলের নেতারা বলেন, মির্জা ফখরুলের ওপর আওয়ামী লীগকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালায়, যা সরকারের হীনমন্যতার পরিচয়। এ হামলা প্রমাণ করে, দেশে কোনো গণতন্ত্র নেই।
বক্তারা আরো বলেন, মির্জা ফখরুল একজন পরিচ্ছন্ন চরিত্রের মানুষ। এ রকম একজন রাজনৈতিক ব্যক্তির ওপর হামলা উদ্দেশ্যপ্রণোদিত। হামলার সুষ্ঠু তদন্ত চেয়ে বিচারও দাবি করে মালয়েশিয়া যুবদল।
সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ইলিয়াস, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, এনায়েত উল্লাহ মোমিন, মালোরি যুবদল সভাপতি সেলিম মিয়াসহ অনেকেই।