রিয়াদে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া তরুণ সমাজের ঈদ উৎসব

সৌদি আরবের রিয়াদে সম্প্রতি প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া তরুণ সমাজের ব্যানারে ঈদ উৎসবের আয়োজন করা হয়। এতে প্রবাসের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সম্প্রদায়ের নেতারা উপস্থিত থেকে উৎসবমুখর এ আয়োজন উপভোগ করেন।
অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক গোলাম মহিউদ্দীন, এনটিভির সৌদি আরব ব্যুরোপ্রধান সাংবাদিক ফারুক আহমেদ চান ও সমাজসেবক আলহাজ সাদেক হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রবাসী জনপ্রিয় সংগীতশিল্পীরা পুরো অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে নাচেগানে দর্শক মাতিয়ে রাখেন। প্রতিবছর ঈদকে ঘিরে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক সংগঠনের পক্ষ থেকে রাকিব, সোহেল রানা, মোজাম্মেল চৌধুরী, খোকন, আরিফুল ইসলাম রিমন, রকি, রুবেল, ইমরান, সাইফুল ইসলাম প্রমুখ।
আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। বরাবরের মতো এবারও এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল এনটিভি।