১৮ হাজার বাংলাদেশির হজ-সংকট নিরসন

সৌদি আরবে আসন্ন হজের মোয়াল্লেম ফি নিয়ে জটিলতায় পড়া ১৮ হাজার বাংলাদেশি হজযাত্রীর সংকট অবশেষে নিরসন হলো। গত শুক্রবার মধ্যরাতে সৌদি আরবের পবিত্র মক্কায় বাংলাদেশ হজ অফিসে আয়োজিত বৈঠকে সংকটের সমাধান হয়।
সংকট সমাধানে ৯১ ট্রাভেল এজেন্সির মালিক, প্রতিনিধি, বাংলাদেশ থেকে আসা কর্মকর্তা এবং হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতারা আলোচনায় বসেন। এ সময় উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, মক্কা হজ কাউন্সিলর মাকসুদুর রহমান ও কনসাল হজ জহিরুল ইসলাম।
আলোচনায় সরকারি কর্মকর্তা জানান, সৌদি সরকার বলেছে, ডি গ্রেডে মোয়াল্লেম ফি দেড় হাজার রিয়াল কমানো যাবে না। তবে দুই দফায় এই ফি দেওয়া যাবে। প্রথমে এক হাজার রিয়াল দিয়ে নিবন্ধন করতে হবে। বাকি ৫০০ রিয়াল কিছুদিন পর পরিশোধ করতে হবে। এতে হাজিদের নিবন্ধন করতে সম্মত হন ট্রাভেল এজেন্সির মালিক-প্রতিনিধিরা।
এই নিয়মে সবাই নিবন্ধন শেষ করেছেন বলে জানিয়েছেন মক্কা হজ অফিসের কনসাল জহিরুল ইসলাম। ফলে ১৮ হাজার হজযাত্রীর হজে আসতে আর কোনো বাধা নেই বলে তিনি জানান।